ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৭ রাত

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দুই দশক আগেও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছাড়াও দেশের বাইরে থাকা স্বজনদের খোঁজ নিতেও চিঠি প্রেরণে পোস্ট অফিসের পোস্ট বক্স ব্যবহার ছিল ব্যাপক জনপ্রিয়। তবে কালের বিবর্তনে আর প্রযুক্তির বদৌলতে এখন অব্যবহৃত হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে ফাঁকা পোস্ট বক্স।

একসময় মনের ভাব আদান প্রদান, সুখ-দুঃখ, আনন্দ বেদনার প্রকাশ ঘটতো চিঠির মাধ্যমে। বিদেশ থেকে চিঠি পেতে প্রায় মাস খানিক সময় লাগলেও প্রতীক্ষার প্রহর যেন শেষ হতো না। মা-বাবার কাছে সন্তানের, স্ত্রীর কাছে স্বামীর, কিংবা যে কোন প্রয়োজনে চিঠির গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক। এসব চিঠিপত্র আদান প্রদান হতো পোস্ট বক্স আর পোস্ট অফিসের মাধ্যমে।

রানার চিঠিপত্র নিয়ে ছুটে চলতো আপন গতিতে তার গন্তব্যস্থলে। তবে ইলেক্ট্রনিক মিডিয়ার যুগে এসব ভুলতে বসেছে সবাই। নতুন প্রজন্মের অনেকেই ডাকঘরের নাম বা পোস্ট কোড সম্পর্কে জানে না। চিঠির বিষয়টি বর্তমানে শুধু পাঠ্য বইয়েই সীমাবদ্ধ।

আরও পড়ুন

মধ্যবয়সী অনেকেই জানান, চিঠির মাঝে আবেগ আর অনুভূতি থাকতো। চিঠি পড়ার সময় মনে হতো মানুষটি যেন সামনে দাঁড়িয়ে আছে। চিঠি পাওয়ার জন্য ডাক পিয়নকে হাজার বার বিরক্ত করা হতো। চিঠি নিয়ে রচিত হয়েছে কালজয়ী অনেক গান। এসব গানে মিশে থাকতো হাজারও অনুভূতির কথা। যা শুনে আবেগে ভাসতো মানুষের মন।

আজকাল আর চিঠি লেখা বা আদান-প্রদানের প্রয়োজন পড়েনা। প্রযুক্তিনির্ভর এ যুগে মুহূর্তেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খোঁজ পাওয়া যায়। আর এসবের ভিড়ে হারিয়ে গেছে সুন্দর হাতের লেখা আর অনুভূতি জড়ানো শব্দমালা। তবু কোথাও কোথাও চোখে পড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব পোস্ট বক্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্ট বক্স ও চিঠির সেকাল-একাল

চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাকাবাড়ির গ্রিল কেটে চুরি

স্কাউট আন্দোলন বেগবান করতে দক্ষ প্রশিক্ষক হতে হবে কোর্স লিডার তৌহিদ উদ্দিন আহমেদ

হ্যাঁ-না ভোট কী- জানে না কুড়িগ্রামের অধিকাংশ ভোটার

দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের বিপুল অবৈধ মালামাল উদ্ধার, আটক ৩৬