ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ রাত

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে দানবে পরিণত হয়েছেন : রংপুরে বদিউল আলম মজুমদার

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে দানবে পরিণত হয়েছেন : রংপুরে বদিউল আলম মজুমদার। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় আসেননি কিংবা উড়ে-পড়েও ক্ষমতায় আসেননি।

তিনি এসে সংবিধান বাতিলও করে দেননি যদিও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের আমূল পরিবর্তন করেছেন, পুনর্লিখন করেছেন। শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে দানবে পরিণত হয়েছেন।

এ স্বৈরাচারী কাঠামো যদি থাকে, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্খা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার বিষয়ক বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন না করি, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না।

যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনি, তাহলে সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণও হবে না। আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো বিকল্প নেই। একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা সদাচরণ করবে।

তিনি বলেন, সরকার তার ভূমিকা সঠিকভাবে পালন করবে, নিরপেক্ষভাবে পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আইন বিধিবিধান প্রণয়ন করবে বলে আমরা আশা করি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এখন যেটা মনে রাখতে হবে, এ সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। এ সরকার হলো ৫ আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আইন, আইনি কাঠামো ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল তিন মাসের জন্য। নির্বাচন করে তারা কোনোরকম নীতিগত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না এবং তারা তিন মাস পরেই তারা বিদায় নিতো।

কিন্তু এ সরকার এসেছে কতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে-নির্বাচন, সংস্কার এবং বিচার। এ সংস্কার করার জন্য তারা ১১টা সংস্কার কমিশন গঠন করেছে। তাই সরকার এ সংস্কার করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং তাই তারা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে।

কর্মশালায় বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, মহানগর সভাপতি এড. জোবায়দুল ইসলাম বুলেট, জামায়াতের রংপুর সদর-৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, বাসদের আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের তৌহিদুর রহমানসহ অন্যান্য প্রার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে দানবে পরিণত হয়েছেন : রংপুরে বদিউল আলম মজুমদার

আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেলেন রংপুর-১ আসনের জাপা প্রার্থী মঞ্জুম আলী

আগামী দিনে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার জন্য ঐক্যের খুব প্রয়োজন : করতোয়া সম্পাদক মোজাম্মেল হক

মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ নিহত ২

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেল স্টেশনে একযুগ ধরে নেই স্টেশন মাস্টার

এপিবিএন স্কুল এন্ড কলেজ বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত