ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:২৩ রাত

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেল স্টেশনে একযুগ ধরে নেই স্টেশন মাস্টার

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেল স্টেশনে একযুগ ধরে নেই স্টেশন মাস্টার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলার ভেলুরপাড়া রেল স্টেশনে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নেই স্টেশন মাস্টার। এমনকি ওই স্টেশনে নেই কোন জনবল। ফলে স্টেশন মাস্টারের অফিস খোলা তো দূরের কথা, ওঠে না সিগন্যাল। বাজে না কোন ঘণ্টা। ট্রেন কখন আসে, কখন যায়। জানে না কেউ। এতে সরকার প্রতি মাসে মোটা অংকের রাজস্ব হারাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে লালমনিরহাট পর্যন্ত ৩১টি স্টেশনের মধ্যে বি-গ্রেডের ১২টি স্টেশনে নেই কোন জনবল। ওই ১২টি স্টেশনের মধ্যে রয়েছে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া স্টেশন। স্থানীয়রা জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ওই স্টেশনে স্টেশন মাস্টারসহ নেই কোন জনবল। ফলে ওই স্টেশনের স্টেশন মাস্টারের অফিসটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ রয়েছে।

এমনকি সরকারি সম্পদ হরিলুট হচ্ছে। দেখার যেন কেউ নেই। জনবল না থাকায় ওঠে না সিগন্যাল, বাজে না কোন ঘণ্টা। ট্রেন যেমনি আসে, তেমনি যায়। যাত্রীরা জানে না কখন আসবে ট্রেন আর কখন ছেড়ে যাবে স্টেশনটি। এতে করে যাত্রীরা ট্রেন বিমুখ হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, দীর্ঘ সময়ে ওই স্টেশনে কোন জনবল না থাকায় প্রতি মাসে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে রাসেল মাহমুদ বলেন, এই এলাকার ৮০ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত।

আরও পড়ুন

তাদের উৎপাদিত কৃষিপণ্য ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায়। স্টেশন মাস্টার না থাকায় কৃষক তাদের উৎপাদিত কৃষি ফসল আলু, মরিচ বুকিং করতে না পারায় পানির দামে স্থানীয় হাট-বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছে। অপরদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

এ বিষয়ে রেল বিভাগের লালমনিরহাট সহকারি পরিবহন কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, জনবল না থাকায় ভেলুরপাড়া সহ ১২টি স্টেশনে নেই কোন স্টেশন মাস্টার। ফলে ওই সকল স্টেশনে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেল স্টেশনে একযুগ ধরে নেই স্টেশন মাস্টার

এপিবিএন স্কুল এন্ড কলেজ বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

বগুড়া শেরপুর ও ধুনটের ১৬০ প্রতিযোগীর ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

বগুড়ায় আহত জুলাই যোদ্ধাদের দ্বারা জাপা কার্যালয় দখলের অভিযোগ মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালক নিহত