বগুড়ায় আহত জুলাই যোদ্ধাদের দ্বারা জাপা কার্যালয় দখলের অভিযোগ মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি
স্টাফ রিপোর্টার : বগুড়ায় আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় দখল ও সেখানে তালা ঝুলিয়ে রাখার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: নাহিদুজ্জামান নাহিদ।
এ সময় তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বগুড়া জাতীয় পার্টির কার্যালয় দখল সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বগুড়া শহরে জাতীয় পার্টি (জাপা) কার্যালয় দখল ও সেখানে তালা ঝুলিয়ে রাখার অভিযোগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদসমূহ সম্পূর্ণ বিভ্রান্তিকর, মনগড়া, তথ্যবিহীন এবং রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত।
কবি নজরুল ইসলাম সড়কের যে স্থানটিকে জাতীয় পার্টির কার্যালয়’ হিসেবে প্রচার করা হচ্ছে, সেখানে জাতীয় পার্টির কোনো বৈধ সাইনবোর্ড, নাম ফলক কিংবা দলীয় কার্যালয় থাকার কোনো প্রমাণ নেই। আমরা ওই স্থানে আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের দখলদারিত্ব করা হয়নি। সেখানে কেবলমাত্র গণভোট সংশ্লিষ্ট একটি সাময়িক ও অস্থায়ী ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, যা সংশ্লিষ্ট আশে পাশের অনুমতি ক্রমেই সম্পন্ন হয়।
আরও পড়ুনপরবর্তীতে একটি মহল জেলা প্রশাসকের নিকট মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে যে, আহত জুলাই যোদ্ধারা নাকি স্থানটি দখল করেছে। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক আমাদের ডেকে প্রশাসনের অবস্থান স্পষ্ট করেন এবং উক্ত স্থানে অবস্থান না করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি আশ্বস্ত করেন যে, জুলাই যোদ্ধাদের কার্যক্রম পরিচালনার জন্য উত্তম জায়গা নির্বাচন করে দিবেন।
আমরা প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও আনুগতা রেখে ঐদিনই রাত আনুমানিক ১০টার দিকে তাৎক্ষণিকভাবে স্থানটি ত্যাগ করি। এ সময় আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. সোনিয়া আক্তার পামি, মোছা: মফিলা বেগম, শিহাব হোসেন,সাইফুল ইসলাম, খোরশেদ আশিক মো: রায়হান, তোহা প্রমুখ।
মন্তব্য করুন


_medium_1768665047.jpg)


_medium_1768662839.jpg)

