বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত অটো ভ্যান চালক মিজানুর রহমান নন্দীগ্রাম উপজেলার ওমরপুর দক্ষিণ পাড়ার মৃত কছের আলীর ছেলে।
জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে নিহত মিজানুর রহমান প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে কালিকাপুর রাস্তার মাথায় রাস্তার পাশে পড়ে থাকা একটি লোহার বস্তু কুড়িয়ে নেওয়ার জন্য অটোভ্যান দাঁড় করিয়ে তা নেওয়ার সময় নাটোরের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুনপরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক অটো ভ্যান চালকের মৃত্যু ঘটেছে। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1768665047.jpg)


_medium_1768662839.jpg)


