চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১শ’ গ্রাম হেরাইনসহ মাদক কারবারি এবরান আলী (৫৫) গ্রেফতার হয়েছেন। তিনি সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ বসতবাড়িতে বিক্রির জন্য হেরোইন মজুদ রাখার গোপন তথ্যে অভিযান চালায় র্যাব। অভিযানে এবরানের হেফাজত থাকা একটি ব্যাগ থেকে ৩০টি পলিথিনের আলাদা আলাদা প্যাকেটে হেরোইন পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনবিকেলে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফাহাদ বলেন, এবরান পুরোনো মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বের ৩টি হেরোইন মামলার কথা তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







