ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ বিকাল

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

মাদারীপুর সদর উপজেলায় পরকীয়াজনিত বিরোধের জেরে ইতালি প্রবাসী এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
 
আজ শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম হাবিব মাতুব্বর (৩৫)। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯)।
 
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হাবিব মাতুব্বর ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হয়নি। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ বেলেট দিয়ে কেটে দেন বলে অভিযোগ রয়েছে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
 
হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শিউলি বেগম বেলেট দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। চিৎকার শুনে আমরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই।
চিকিৎসকরা জানান, আহতের অবস্থা গুরুতর। প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
 
এদিকে, হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কী কারণে তার স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। তবে তিনি এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।
 
অন্যদিকে, অভিযুক্ত শিউলি বেগমের দাবি, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ক্ষোভের বশেই তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেন।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার পর ব্লেডসহ অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

১০ অফিসার নেবে ওয়ালটন, ২২ বছর হলেই আবেদন

গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ

পরীক্ষায় প্রশ্নফাঁস একটি জাতীয় সংকট

গ্যাস সিন্ডিকেটে বন্ধ রান্নাঘর

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা