ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৪১ দুপুর

পেট্রলপাম্পের কর্মচারীকে গাড়িচাপায় হত্যা: মালিক ও চালক গ্রেপ্তার

পেট্রলপাম্পের কর্মচারীকে গাড়িচাপায় হত্যা: মালিক ও চালক গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে একটি পেট্রলপাম্প থেকে জোর করে তেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চাপায় নিহত হন রিপন সাহা (৩০) নামে পাম্পের এক কর্মচারী।

বিষয়টি জানাজানি হওয়ার পর পেট্রল পাম্পের সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে জানা যায় ওই গাড়ির মালিক পদত্যাগী যুবদল নেতা আবুল হাসেম সুজন এবং তার ড্রাইভার কামাল। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে পুলিশ তৎপর হয়। শুক্রবার রাতে সুজন ও তার ড্রাইভার কামাল হোসন সরদারকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ দিনই রিপন সাহার ছোটভাই প্রতাপ সাহা বাদি হয়ে আবুল হাসেম সুজন ও ড্রাইভার কামাল হোসেনের সরদারের নামে রাজবাড়ী থানায় হত্যা মামলা দয়ের করে।

এ ঘটনায় সরাসরি জড়িত সাবেক পদত্যাগী যুবদল নেতা আবুল হাসেম সুজন নামে এক সন্ত্রাসী। সুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে। তার পিতার নাম জনাব আলী।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী পাম্পের অন্য কর্মচারী নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি প্রাইভেটকারে দুজন এসে তেল চায়। তারা ৫ হাজার টাকার তেল ঢোকায়। এ সময় টাকা চাইতে গেলে তিনি রাগান্বিত হয়ে অস্বাভাবিক আচরণ করে। এক পর্যায়ে গাড়ি টান দিয়ে যাওয়ার সময় কর্মচারী রিপন গাড়ির পিছু নেয়। তখন ড্রাইভার গাড়ি ব্যাক গিয়ারে গিয়ে রিপনকে চাপা দিয়ে চলে যায়। তার মাথা থেতলে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। রিপনের পিতার নাম পবিত্র সাহা। বাড়ি খানখাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে।রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান বলেন, আবুল হাসেম সজুনের নামে অস্ত্র, মাদক মামলাসহ মোট ৫টি মামলা আছে। তিনি অনেকবার জেল খেটেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রলপাম্পের কর্মচারীকে গাড়িচাপায় হত্যা: মালিক ও চালক গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় নিজ বাড়িতে উত্তরার অগ্নিকান্ডে নিহতদের দাফন

ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ঘোষণা

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত