গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোহসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাসেন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের মো. আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে কিছু দূরে রেললাইন পারাপারের চেষ্টা করেন মহাসেন। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুননিহতের চাচাতো ভাই ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন।রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








