ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৩ দুপুর

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মোহসেন জিনদানি

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মোহসেন জিনদানি

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার পদে এসেছেন শায়া মোহসেন জিনদানি, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বরাবর পদত্যাগপত্র জমা দিলে কাউন্সিল তা গ্রহণ করে। তার কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করে কাউন্সিল।

ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা গতকাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

পরের বছর ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ১১ বছর ধরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলছে সৌদি প্রতিরক্ষা জোটের। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহী গোষ্ঠীর দখলে আছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি প্রতিরক্ষা জোট সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

আরও পড়ুন

তবে সম্প্রতি দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজেশন কাউন্সিলের (এসটিসি) উত্থানের জেরে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছিল প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। এসটিসিকে সহযোগিতা করায় আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্ক তিক্ত হয়েছে। এই তিক্ততার জেরে দক্ষিণ ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহার করে নিতে আবুধাবিকে আহ্বান জানিয়েছে রিয়াদ এবং আবুধাবি তা মেনেও নিয়েছে।

কয়েক দিন আগে দক্ষিণ ইয়েমেনে সৌদি প্রতিরক্ষা জোটের সামরিক অভিযান শুরু করণে প্রাণ বাঁচাতে আমিরাতে আশ্রয় নেন এসটিসির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি। তারপর থেকে ইয়েমেনের দক্ষিণে কার্যত নিষ্ক্রিয় আছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা।

দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আসার পর পরিবর্তন এলো প্রধানমন্ত্রীর পদে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হলেন শায়া মোহসেন জিনদানি

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

শেখ হাসিনার মতো যেন আর কেউ দৈত্য-দানব না হয়, সেজন্য হ্যাঁ ভোটের পক্ষে রয়েছি : শফিকুল আলম

আসছে দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়ালি বৈঠক

রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুন, ধারণা পুলিশের