ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ দুপুর

পাবনার ঈশ্বরদীতে কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

সংগৃহিত,পাবনায় ৩টি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে ৮টি কুকুর ছানা হত্যার রেশ কাটতে না কাটতে পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুকুর তিনটির চিৎকারে ঘুম ভেঙে যায় কুকুর মালিক হারুনর রশিদের। কুকুরগুলো পশু ডাক্তারের কাছে নিলে তিনি জানতে পারেন সেগুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ জানিয়েছেন হারুনর রশিদের। তবে পুলিশের দাবি মামলার শর্তাবলী পূরণ না হওয়ায় মামলা নেওয়া হয়নি।

পাবনা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা শহরের কাচারীপাড়ার কদমতলায় এলাকার হারুনর রশিদের পোষা তিনটি কুকুর ছিল। যার মধ্যে দুইটি পুরুষ ও একটি স্ত্রী কুকুর। 

আরও পড়ুন

হারুনর রশিদ জানান, তিনি ঘুম থেকে উঠে এসে দেখেন কুকুর তিনটি যন্ত্রণায় ছটফট করছে। স্থানীয় পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে কুকুর তিনটিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান বিষক্রিয়ায় কুকুর তিনটি ছটফট করছে।

পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে দুইটি এবং দুপুর দেড়টার দিকে অপর একটি কুকুর মারা যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাবনা সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয় তবে মামলা নেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের সেনারা

ঢাকার ৬টিসহ যেসব আসনে নির্বাচন করবে এনসিপি

১১ দলের নির্বাচনী ঐক্য একটি ‘ঐতিহাসিক যাত্রা’: নাহিদ ইসলাম