ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত

খালেদা জিয়া ছিলেন সৎ ও নির্ভীক দেশ প্রেমিক : সাবেক এমপি লালু

খালেদা জিয়া ছিলেন সৎ ও নির্ভীক দেশ প্রেমিক : সাবেক এমপি লালু

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন সৎ ও নির্ভীক দেশ প্রেমিক। এ দেশের শিক্ষার মান উন্নয়নে খালেদা জিয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। বেগম খালেদা জিয়া শিক্ষাখাতে ব্যয় বৃদ্ধি করে ছিলেন। মেয়েদের শিক্ষর জন্য দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে ছিলেন।

অসহায় শিক্ষার্থীদের জন্য খালেদা জিয়া উপবৃত্তি চালু করেন। খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে কারাগারে যান। তার মৃত্যুতে আমরা অভিভাবক হারিয়েছি। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে।

তিনি আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাদ জোহর শহরের মালতীনগর বগুড়া মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

আরও পড়ুন

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিএআরআই বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, বগুড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য রাজাদুল হক, সদস্য মিনারুল ইসলাম, নূরজাহান আকতার, মোসলেমা খাতুন, রাশিদুল ইসলাম, সারোওয়ার হুসাইন, ফিরোজ, আরিফুর রহমান মজনু, ছাত্রনেতা মুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের গভর্নিং বডির সদস্য ও নিউ মার্কেট কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন সৎ ও নির্ভীক দেশ প্রেমিক : সাবেক এমপি লালু

পুলিশের ৯৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি

লালমনিরহাটে রেলওয়ের তিস্তা সেতুর মেয়াদ শেষের পরও ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন

ডিম চায়েই বদলে গেল মিন্টুর জীবন

বগুড়ার ধুনটে ছেলের মারপিট ও হত্যার হুমকিতে বাড়ি ছাড়া মা-বাবা

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে মাদক ব্যবসায়ীসহ আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৬