ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে মাদক ব্যবসায়ীসহ আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৬

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে মাদক ব্যবসায়ীসহ আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৬

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদ (ইথাইল অ্যালকোহল/রেকটিফায়েড স্পিরিট) পানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলো-উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত বসন্তপুর এলাকার মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৪৮) ও শ্যামপুর খল্লাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাশিদুল ইসলাম ড্যানি (৩৬)। গতকাল মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। এদিকে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনও (৪৬) মারা গেছে।

তিনি রংপুর জেলহাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রংপুর সদরে জিন্দার আলী নামের অপর একজনও এ ঘটনায় মারা গেছেন। এতে করে বিষাক্ত মদ পানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয়জনে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম।

আরও পড়ুন

উল্লেখ্য, ১১ জানুয়ারি বিষাক্ত মদ পানে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আলমগীর হোসেন ও সোহেল মিয়া মারা যায়। এ ঘটনায় রেকটিফায়েড স্পিরিটসহ জয়নুল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এঘটনায় মামলা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে মাদক ব্যবসায়ীসহ আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৬

ঠাকুরগাঁয়ের হরিপুর হাসপাতালে চিকিৎসক সংকট সেবা থেকে বঞ্চিত মানুষ

সিরাজগঞ্জে পাঁচদিনে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে শিবিরের মতবিনিময় সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুদি দোকানে ইয়াবা বিক্রি, গ্রেফতার ১

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখল বাংলাদেশ