সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়?
প্রশ্ন: সাক্ষী ছাড়া কবুল বললে কি বিয়ে হয়ে যায়?
উত্তর: বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বিয়ের আকদ বা ইজাব-কবুল কমপক্ষে দুই জন সাক্ষীর উপস্থিতিতে হওয়া আবশ্যক। দুই জন সাক্ষীর উপস্থিতি ছাড়া ইজাব-কবুল করলে অর্থাৎ একপক্ষ প্রস্তাব দিলে অন্য পক্ষ কবুল বললেও বিয়ে শুদ্ধ হয় না।
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অভিভাবক ও দুই জন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ছাড়া বিয়ে হয় না। (সহিহ ইবনে হিব্বান)
আরও পড়ুনতবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুই জন সাক্ষী নির্দিষ্ট করা জরুরি নয়। বিয়ে যদি অনেকের উপস্থিতিতে হয়, দুইজন ব্যক্তিকে নির্দিষ্ট করে সাক্ষী বানানো না হয়, তাহলেও বিয়ে হয়ে যাবে।
মসজিদে বহু মানুষের উপস্থিতিতে বিয়ের আকদ হলে সেখানে পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি ছাড়া সাক্ষী হওয়ার উপযুক্ত যারা উপস্থিত থাকবে, পাত্রী-পক্ষ ও পাত্র-পক্ষের ইজাব ও কবুল শুনবে, সবাই বিয়ের সাক্ষী গণ্য হবে।
মন্তব্য করুন









