যে শর্তে ম্যানইউ’র ডাগআউটে দাঁড়াতে রাজি রুনি
স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৩ বছর মাঠ মাতিয়েছেন ওয়েইন রুনি। এবার সেই ক্লাবের ডাগআউটে দাঁড়াতে প্রস্তুত এই কিংবদন্তি ফুটবলার। তবে দিয়েছেন একটি বিশেষ শর্ত। বন্ধু মাইকেল ক্যারিক ম্যানইউয়ের কোচের দায়িত্ব নিলে, তবেই কোচিং স্টাফে থাকতে আগ্রহী রুনি।
সম্প্রতি অ্যামেরিমের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনার শীর্ষে আছেন ক্যারিক। তার সঙ্গে শোনা যাচ্ছে রুনির নামও। বিবিসি’র ‘দা ওয়েইন রুনি শো’-তে ম্যানইউয়ের কোচিং স্টাফে থাকা প্রসঙ্গে রুনি বলেন, ‘অবশ্যই, আমি থাকতে চাইব (ক্যারিক দায়িত্ব পেলে), পানির মতো সরল। তবে এটাও বলে রাখছি, চাকরি পেতে মরিয়া নই আমি!’ তিনি আরও বলেন, ‘ব্যাপারটি সবার জানা থাকারই কথা। আমাকে যদি প্রস্তাব দেওয়া হয়, অবশ্যই যোগ দেব। তবে কোচ প্রধান নিয়োগ দেওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুনম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ওয়েইন রুনি। ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচে ২৫৩টি গোল করেছেন তিনি। অবসর নেওয়ার পর ডার্বি কাউন্টি, ডিসি ইউনাইটেড, বার্মিংহাম সিটি ও প্লাইমাউথের কোচের দায়িত্ব পালন করেছেন এই ইংলিশ ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডেই রুনি সঙ্গে দীর্ঘ এক যুগ খেলেছেন ক্যারিক। ক্যারিক ম্যানইউয়ের কোচ হলে ভালো হবে জানিয়ে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে এখানে বেশ মানিয়ে যাবে। মাইকেল এই ক্লাবকে ভালোবাসে এবং যদি পারে, সে অবশ্যই কাজটা করবে। এই ক্লাব তার জীবন, এই ক্লাব তার নিঃশ্বাসে মিশে আছে। ক্লাবটির এখন এরকম কিছুই প্রয়োজন।’
মন্তব্য করুন









