বিপিএলে প্লে-অফ নিশ্চিত করল যে তিন দল
স্পোর্টস ডেস্ক : বিপিএলের এবারের আসরে সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিন দলের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গেছে। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকার পর্ব, যেখানে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই হবে প্লে-অফের শেষ একটি জায়গা দখলকে কেন্দ্র করে।
সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার (১২ জানুয়ারি) মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ওই ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী।
এবারের বিপিএলে ঢাকায় যাওয়ার আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে রয়েছে এই তিন দলই।
৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিলেট টাইটান্স, তবে তারা ৯টি ম্যাচ খেলেছে।
আরও পড়ুনপয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে তাদের পয়েন্ট ৮। ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও ৮ ম্যাচে দুটি করে জয় পেয়েছে। কাগজে-কলমে এই দুই দলেরও প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে।
লিগ পর্বে এখনো ৬টি ম্যাচ বাকি রয়েছে, যা ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ পর্ব। ফাইনালের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি শেষ হবে এবারের বিপিএলের আসর।
মন্তব্য করুন








