ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন
ভারতে বাংলাদেশ দলের জন্য নিশ্চিত কোনো হুমকি নেই, জানালো আইসিসি
স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সঙ্গে একটি নিরাপত্তা মূল্যায়ন শেয়ার করেছে। আইসিসির অভ্যন্তরীণ এই মূল্যায়নে বলা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা বাড়তি নিরাপত্তা হুমকি নেই।
আইসিসির এই নিরাপত্তা মূল্যায়ন বিসিবির নিরাপত্তা দলের কাছে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো গুরুতর ঝুঁকি নেই। কিছু ভেন্যুতে ঝুঁকির মাত্রা কম থেকে মাঝারি এবং অন্য ভেন্যুগুলোতে ঝুঁকি নিম্ন থেকে নেই বললেই চলে। আইসিসির মানদণ্ড অনুযায়ী এসব ঝুঁকি সাধারণত ম্যাচ স্থানান্তরের যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার জানান, আইসিসি তিনটি বিষয়কে সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে। সেগুলো হলো— মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে থাকা, ভারতের মাটিতে বাংলাদেশের সমর্থকদের জার্সি পরে উপস্থিত থাকা এবং বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন। তিনি বলেন, আইসিসির নিরাপত্তা দলের মূল্যায়নই প্রমাণ করে যে, ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কোনো অবস্থাতেই অসম্ভব নয়। তবে যদি সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে বলা হয়, সমর্থকদের জার্সি পরা নিষিদ্ধ করা হয় কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রত্যাশা করা হয়, তাহলে তা হবে অযৌক্তিক ও অবাস্তব।
এদিকে আইসিসি জানিয়েছে, আসিফ নজরুলের বক্তব্য মূলত স্ট্যান্ডার্ড কন্টিনজেন্সি পরিকল্পনা ও কল্পনাভিত্তিক পরিস্থিতির ভুল ব্যাখ্যার ফল। আইসিসির ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা মূল্যায়নে কখনোই খেলোয়াড় নির্বাচনের শর্ত, সমর্থকদের জার্সি না পরার নির্দেশ কিংবা নির্বাচনের তারিখ পরিবর্তনের মতো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বর্তমানে আইসিসির অবস্থান অপরিবর্তিত রয়েছে। ম্যাচের সময়সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে এবং সব অংশগ্রহণকারী দলকে আইসিসি ইভেন্টের শর্তাবলী অনুযায়ী অংশগ্রহণ করতে হবে।
আরও পড়ুনপরবর্তীতে বিসিবি এক বিবৃতিতে জানায়, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন ভারত থেকে ম্যাচ স্থানান্তরের বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। বিসিবির বক্তব্য অনুযায়ী, দলের নিরাপত্তার স্বার্থে তারা ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। পরিস্থিতি জটিল আকার নেয় যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬ আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার নির্দেশ পায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারত সফরে না যাওয়ার বিষয়টি জানায়।
উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন









