ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ দুপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি, ছবি: দৈনিক করতোয়া ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও আকাশে কুয়াশার কারণে রোদের প্রখরতা ছিল খুব কম। 

এদিকে কুয়াশার প্রভাব কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাস আর কনকে শীতে অসহায় ছিন্নমূল মানুষসহ প্রাণিকূলকে করেছে বিপর্যস্ত। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সাহেবজোত গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান- পৌষের কনকনে শীতে হাত পা জড়োসরো হয়ে আসছে। কোন কাজ করার মত শক্তি পাওয়া যাচ্ছে না। তবু জীবন জীবিকার তাগিদে কাজে যেতে হচ্ছে। রণচন্ডি এলাকার পাথর শ্রমিক রাজিউর রহমান বলেন, নদীর পানি বরফের মত ঠান্ডা কোন ভাবে পানিতে পা নামানো যায় না। কিন্তু সীমান্তবর্তী নদী মহানন্দায় ভোর ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত পাথর বালু তোলার সময় বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। তাই বাধ্য হয়ে ঠান্ডা উপেক্ষা করে নদীতে নামতে হচ্ছে।

তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জিতেন্দ্রনাথ রায় বলেন, দিনের তাপমাত্রা স্বাভাবিক আছে থাকলেও হিমেল বাতাস আর ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ বিরামান থাকতে পারে। বর্তমানে পঞ্চগড়  জেলার উপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি

প্লট দুর্নীতি মামলা : শেখ হাসিনা, টিউলিপের মামলার রায় ২ ফেব্রুয়ারি

আজ বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক 

আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে

আজ ইসিতে চতুর্থ দিনে ৭০ জনের আপিলের শুনানি হবে 

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান নামাচ্ছে এনসিপি