গাইবান্ধার বোনারপাড়া স্টেশনে কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনের একটি বগি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি বোনারপাড়া স্টেশনে পৌঁছায়। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ট্রেনের বগিগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করার সময় পরিচ্ছন্ন কর্মীরা শেষের দিকের একটি বগিতে ওই বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশেপাশের লোকজন ও আত্মীয়-স্বজনের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল সর্দারের ছেলে মোজাহার আলী (৬০)।
আরও পড়ুনএ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন







