বগুড়ায় অবৈধ শিশুখাদ্য কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের কৈ পাড়াস্থ মদিনা ফুড প্রোডাক্টস এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কারখানায় মিষ্টি কারখানার উপজাত পরিত্যক্ত সিরা/গাদ ব্যবহার করে শিশুখাদ্য সন্দেশ তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অনুমোদনহীন লেভেল এ শিশুখাদ্য মোড়ক জাতকরন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুননির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ অনিরাপদ শিশুখাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করে। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







