বগুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় এক ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার রাতে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া ব্যবসায়ী নজরুল ইসলাম শহরের গোহাইল রোডস্থ সুজকি মোটরসাইকেল শো-রুমের স্বত্বাধিকারী।
তিনি জানান, গতকাল রোববার রাত ৮টার পর শো-রুম বন্ধ করে সাড়ে ৬লাখ টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ৮টার দিকে সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় পিছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার মোটরসাইকেলে পাশাপাশি ধাক্কা দেয়।
এতে তিনি মোটরসাইকেল থামালে কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে আসা দুই যুবক পালিয়ে যায়। ঘটনাটি মৌখিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুনবগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। সিসি টিভি ফুটেজ হাতে পেলে পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন








_medium_1768235634.jpg)