বগুড়ায় কাভার্ডভ্যানে তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় কাভার্ডভ্যানে অভিনব কায়দায় বহনকালে ১৫ কেজি ৪শ’ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ এর বগুড়ার সদস্যরা সদরের গোকুল ইউনিয়নের ঠেঙ্গামারা (পুরানবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র্যাব সূত্র জানায়, গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র্যাব-১২ বগুড়ার সদস্যরা গোকুল ইউনিয়নের ঠেঙ্গামারা (পুরানবাড়ী) গ্রামস্থ মেসার্স ঠেঙ্গামারা ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি কাভার্ডভ্যান (পাবনা ন-১১-০১৮৯) আটক করে। এরপর ওই কাভার্ডভ্যানে তল্লাশিকালে ইঞ্জিনের নিচে বিশেষ কায়দায় রাখা পলিথিনে মোড়ানো ১৫ কেজি ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা বহনে জড়িত দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো-পাবনা সদর উপজেলার গয়েশপুর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫৩) ও একই উপজেলার জোতগৌরী জালালপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে দুলাল হোসেন (৪১)। গ্রেফতারকৃত আসামেদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








