বগুড়ার দুপচাঁচিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীর জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই প্রার্থীর পক্ষে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, এসিল্যান্ড তৌহিদুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বাজারদিঘী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণ করেন। এসময় প্রতীকসহ ব্যানার ছাপিয়ে নির্বাচনি ক্যাম্প স্থাপন করে প্রচারণা চালানোর অভিযোগে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে আয়েত আলী ও দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থীর পক্ষে এমদাদুল হককে আরপিও ১৯৭২ এর ৯১বি ৩ ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে এসিল্যান্ড তৌহিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


_medium_1768139007.jpg)




