ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কারাগার থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

আরও পড়ুন

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন এবং এর আগেও তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড শীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর কারাগারে কয়েদির মৃত্যু

পালসার এন সিরিজের প্রিমিয়াম মোটরসাইকেল উদ্বোধন করলো উত্তরা মোটর্স

রংপুরে ডিভাইসসহ প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য আটক

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

পল্লবীতে জিয়া অনূর্ধ্ব–১৪ ফুটবলের ফাইনাল, পুরস্কার বিতরণে আমিনুল হক

দীর্ঘদিন পর শাবনূরের সঙ্গে দেখা হলো শাহনূরের