শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যাণ সমিতি ঢাকার নতুন কমিটি গঠন
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা’র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. কাজী মো. ইমদাদুল হক। সাধারণ সম্পাদক হিসেবে সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মশিহুর রহমানসহ মোট ২৯ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও প্রীতিভোজ আজ ঢাকার ধানমন্ডিস্থ ড. কুদরত-এ-খোদা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারের সাবেক সচিব মো. আবুল কালাম আজাদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাকাব-এর সাবেক এমডি মো. মুঈন উদ্দিন ও মো. ইসতেহাদ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ.জেড.এম. মাইদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রফিকুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি ববি,বিমান বাহিনীর এয়ার কমডোর (অব.) এম. এ. রউফ, রাকাব-এর সাবেক এমডি মো. মুঈন উদ্দিন, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সরকারি বিশ্লেষক ডা. মো. আবু বকর সিদ্দিক, বিএডিসি’র সাবেক জিএম কৃষিবিদ মো. আতাউর রহমান, বিএডিসি’র সাবেক অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ কেএম নজরুল ইসলাম, দৈনিক আকাশ জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলীসহ বিভিন্ন পেশার শিবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি ড. কাজী মো. ইমদাদুল হক। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাসেমুজ্জামান, মো. মশিহুর রহমান ও মো. আব্দুল আলীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক কৃষিবিদ মুহাম্মদ তাহাজ্জত আলী এবং সদস্য সচিব মো. তাহাজ্জত আলী বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আশরাফুল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, মো. মোফাচ্ছের আলী, মো. মাসুদুর রহমান, মো. আরিফুর রহমান, মো. রওশন আলী, মো. শামীম হোসেন মণ্ডল, প্রকৌশলী মো. নুর আলম সুমন, প্রকৌশলী মো. শামীম মীর,মশিউর রহমান আপেল,মো: মাহবুব হোসেন সহ সমিতির সদস্যবৃন্দ।
বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে সমিতির নিজস্ব ভাবে ক্রয়কৃত ১০ কাঠা জমির বাকী কিস্তির টাকার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক বিশেষ পর্বে সমিতিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জের ১৮ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সবশেষে প্রীতিভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1767988270.jpg)