ভিডিও শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৬ রাত

‘টক্সিক’ টিজারে ঝড় তুললেন যশ

সংগৃহীত ছবি

কেজিএফ তারকা যশের গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর টিজার প্রথম ২৪ ঘণ্টাতেই রেকর্ড গড়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিনেতার জন্মদিনে মুক্তি পাওয়া এ টিজারে ‘রায়া’ চরিত্রে ধরা দিয়েছেন যশ, আর টিজারের ট্যাগলাইন—‘ড্যাডি ইজ হোম’— যা ইন্টারনেটে ঝড় তুলেছে।

শুধু তাই নয়, ছবিটির টিজার ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, একইসঙ্গে কেউ কেউ এর সমালোচনাও করছেন। টিজারের একটি দৃশ্যে এক অভিনেত্রীর সঙ্গে বেশ খোলামেলা, অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে যশকে।

স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার (এক্স) ও ফেসবুক মিলিয়ে টিজারটি ২২ কোটি ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে, যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে সম্ভাব্য নতুন রেকর্ড।

ইউটিউবে টিজারটি পেয়েছে ৪৮.৭০ মিলিয়নের বেশি ভিউ। ইনস্টাগ্রামে কাস্ট ও ক্রুদের বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টে মিলিয়ে ভিউ ছাড়িয়েছে ১৫ কোটিরও বেশি। টুইটার ও ফেসবুক মিলিয়ে ভিউ সংখ্যা ২ কোটি ৩০ লাখের বেশি।

আরও পড়ুন

পাশাপাশি লাইকও ছুঁয়েছে ৬ মিলিয়নের বেশি।

এই অভাবনীয় সাড়া প্রমাণ করে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর ‘টক্সিক’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন যশ। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস প্রযোজিত ছবিটি কন্নড় ও ইংরেজি—দু’টি ভাষায় নির্মিত হচ্ছে, যা কন্নড় সিনেমার ক্ষেত্রে প্রথম। ছবিতে যশের সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ১৯ মার্চ ২০২৬ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘টক্সিক’ টিজারে ঝড় তুললেন যশ

বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই : মেজর আখতারুজ্জামান

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসবের একযুগ পূর্তি

বগুড়ায় নয়া মাদক এসকাফসহ কারবারি গ্রেফতার

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার