ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ করার সুপারিশ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা সিনেটের নিকট সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদীর নামে হলটির নামকরণ করার প্রস্তাব সিন্ডিকেট সভায় গৃহীত হয়। আগামী ১৫ জানুয়ারির পর একটি সিনেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনেই হলের নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের জিএস আহমেদ আল সাবাহ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে অভিহিত করার প্রস্তাব সিনেটের নিকট সুপারিশ করেছে। আসন্ন সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত দাপ্তরিক স্বীকৃতি পাবে বলে আমরা আশাবাদী।
আরও পড়ুনতিনি আরও বলেন, “হলের নাম পরিবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্মারক সিদ্ধান্ত কখনোই আমরা ক্ষণস্থায়ী বা সহজে পরিবর্তনযোগ্য কোনো নির্বাহী আদেশের ওপর নির্ভরশীল করতে চাইনি। সে কারণেই ওসমান হাদী হল সংসদ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে সব কার্যক্রম সম্পন্ন করেছে।”
“এই প্রক্রিয়ায় সময় কিছুটা বেশি লাগলেও এর ফলে সিদ্ধান্তটির ভিত্তি আরও দৃঢ়, বৈধ ও দীর্ঘস্থায়ী হয়েছে,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। প্রাথমিকভাবে আবু সাঈদ হল, পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং সর্বশেষ শহীদ ওসমান হাদী হল করার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1767816790.jpg)





