ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫১ বিকাল

বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং সক্ষমতা উন্নয়নে গুগল এবং টিকটকের অংশীদার  ‘আলেফ’ এর সঙ্গে এএএবির সমঝোতা চুক্তি সাক্ষর।

বাংলাদেশে ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) এবং আলেফ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আলেফ বাংলাদেশে গুগল ও টিকটকসহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে স্ট্রাকচার্ড ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং স্থানীয় এজেন্সিগুলোর জন্য গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে।
রাজধানী ঢাকায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এম এ মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক, কান্ট্রি ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) এবং আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর, আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা)।
এই অংশীদারিত্বের মাধ্যমে এএএবি এবং আলেফ যৌথভাবে ডিজিটাল বিজ্ঞাপনে পেশাগত মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা নিশ্চিতকরণ এবং তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করবে। এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি প্রবৃদ্ধি সংক্রান্ত জাতীয় অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
এনেবলমেন্ট, এনহ্যান্স, এক্সপ্যান্ড (থ্রি ই) কাঠামোর আওতায় এই অংশীদারিত্বের মাধ্যমে এএএবি সদস্য সংস্থার জুনিয়র পেশাজীবী ও নবীন গ্র্যাজুয়েটদের জন্য বিনামূল্যে বৈশ্বিক ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্টিফিকেশন প্রদান করা হবে। পাশাপাশি আলেফের ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রকে প্রেফার্ড এএএবি লার্নিং হাব হিসেবে ব্যবহার করে যৌথ কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া এজেন্সি মালিক ও সিনিয়র লিডারশিপের জন্য লিডারশিপ মাস্টারক্লাস আয়োজন এবং দ্বিবার্ষিক স্টেট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইন বাংলাদেশ প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি ব্র্যান্ড সেফটি, বিজ্ঞাপনের স্বচ্ছতা এবং প্ল্যাটফর্ম কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি ডিজিটাল অ্যাডভার্টাইজিং আচরণবিধি প্রণয়ন করা হবে। নির্বাচিত বাংলাদেশি বিজ্ঞাপন কার্যক্রমকে আলেফের গ্লোবাল কেস স্টাডিতে অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে।
উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে, এই অংশীদারিত্ব বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পকে আরও দক্ষ, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবির নির্দেশনায বাবুল, তানভীর, নাবিলা

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার

অবৈধ স্থাপনা ও অরক্ষিত রেললাইনে ঝুঁকিতে আ: হ: কলেজের ৩৫ হাজার শিক্ষার্থী

বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিতে বললেন তামিম

সাফল্যের দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

বগুড়ায় পরিবেশ আইনে তিনজনের ৫০ হাজার টাকা জরিমানা