বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মুন্না (১৫) নামে ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল নামক এলাকার নাগর নদীর ব্রিজের সন্নিকটে।
নিহত মুন্না কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের বুলবুল হোসেনের ছেলে এবং কালীপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মুন্না কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকায় অবস্থিত রাবেয়া পার্ক থেকে মোটরসাইকেলে চেপে দুপচাঁচিয়া হয়ে নিজ বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে পৌছাঁ মাত্রই বগুড়াগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে সে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কাহালু থানার এস.আই মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন








_medium_1767812786.jpg)
