ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৫১ রাত

তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা

তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা। ছবি : দৈনিক করতোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমণ উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪ টায় শহরের টিএমএসএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খাঁন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা।

এ সময় প্রধান অতিথি বলেন বিএনপি জনগণের দল। জনগণের সুখে-দুখে পাশে থাকে বিএনপি। জনগণের অধিকার আদায়ে সব সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। এজন্যই জনগণের ভরসার দল হচ্ছে বিএনপি। সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর ১১ জানুয়ারি বগুড়ায় আসবেন।

পরদিন ১২ জানুয়ারি সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সদ্য প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

রেজাউল করিম বাদশা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। আমরা দোয়া করি তিনি যেন দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের নেতৃত্ব দেন। এজন্য বগুড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমরা অত্যন্ত সুশৃংখল ভাবে তাকে স্বাগত জানাবো।

সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সভাপতির বক্তব্যে বলেন পিতৃ ভূমিতে আসছেন তারেক রহমান। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বগুড়াবাসী তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছে। আমরা সুশৃংখলভাবে তাকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ।

বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এড. সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সহ-সভাপতি শামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, ইঞ্জিনিয়ার আপেল চেয়ারম্যান, মাফতুন আহমেদ, রশিদুল ইসলাম মৃধা, এড. সোলায়মান আলী, আব্দুর রশিদ বজলু, সাংবাদিক আব্দুল বাসেত, আবু বক্কর সিদ্দিক মাস্টার, জাহাঙ্গীর হোসেন টুকু, আতাউর রহমান, জামিউল ইসলাম রুবেল, আয়ুব খাঁন, হাসান জাহিদ হেলাল, জাহাঙ্গীর, এস এম রাসেল মামুন, হোসেন আলী, রাজিবুল করিম রাফি, শাহ আলম জনি, আকমল হোসেন সজল, সাইদুল কবির সাজু, আসাদুল হক টুকু, আবু বক্কর সিদ্দিক, জালাল উদ্দীন, মাহবুবর রহমান দুলাল, জালাল উদ্দীন, মো. কামাল হোসেন, আল আমিন পেস্তা, আতিকুর রহমান, আতাউর রহমান মিঠু, ফারুক হাসান শিমুল, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শায়লা মুক্তা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, এড. মাসুদ, রেজা চেয়ারম্যান, মোজাফফর হোসেন, আতাউর রহমান, আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, রকিব উদ্দিন, আকতার হোসেন, আব্দুল হান্নান, খাজের আলী, শাহীন আলম, আব্দুল মান্নান, ইলিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, আবু বক্কর, ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থালাপাতি বিজয়কে সিবিআইয়ের তলব

বগুড়ার মোকামতলায় তিন স্থানে যানজট ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ায় সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি