বগুড়ার সোনাতলায় মাছ ধরতে গিয়ে ঠান্ডায় জেলের মৃত্যু
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় বিলে মাছ ধরতে গিয়ে শাহ আলম (৪৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনাতলা পৌর এলাকার গোপাইবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ধলু শেখের ছেলে।
জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে শাহ আলম তীব্র শীতকে উপেক্ষা করে পাশের গোপাইবিলে জাল নিয়ে মাছ ধরতে যান। ওই বিলে মাছ ধরার এক পর্যায়ে প্রচন্ড ঠান্ডায় ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
আরও পড়ুনপরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শাহ আলমের মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঠান্ডার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন






