রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল রাষ্ট্র টেলিভিশন ও রেডিওর উদ্ধৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।
সূত্রের খবর, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, ইসরাইল ইরানের ওপর হামলা করতে চায় না বা সামরিক সংঘর্ষে জড়াতে আগ্রহী নয়। তিনি পুতিনকে অনুরোধ করেছেন যে তেহরানের কাছে জানানো হোক যে-তেল আবিব যুদ্ধ শুরু করতে চায় না এবং স্থিতিশীলতা বজায় রাখতে ও পরিস্থিতি আরও খারাপ হওয়া রোধ করতে চায়। এই রিপোর্টটি এমন সময় প্রকাশিত হলো যখন সম্প্রতি রাজনৈতিক ও মিডিয়ার মধ্যে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা নিয়ে ধারণা প্রবল হয়েছে।
আরও পড়ুনরাশিয়াকে অঞ্চলীয় ঘটনার একটি সক্রিয় প্রভাবশালী হিসেবে ধরা হয়। মস্কো বহুবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং উত্তেজনা বাড়ানো রোধের গুরুত্বে জোর দিয়েছে। তারা পূর্বে বলেছে যে তারা মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে। সূত্র : মেহের নিউজ
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








