রংপুরের মিঠাপুকুরে নির্মিত হলো উষ্ণতার দেওয়াল
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে অস্বচ্ছল শীতার্ত মানুষের সহায়তা করার জন্য উষ্ণতার দেওয়াল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উষ্ণতার দেওয়াল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজ। এ সময় তিনি সকল শ্রেণির ও পেশার মানুষকে উষ্ণতার দেওয়ালে শীত নিবারণ করার মতো পোশাক দান করার আহবান জানান।
এ উপজেলায় গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। অস্বচ্ছল শীতার্ত মানুষের চাহিদার তুলনায় কম্বল বরাদ্দ কম হওয়ায় গরিব শীতার্ত মানুষের সহায়তা করার জন্য উষ্ণতার দেওয়াল উদ্বোধন করা হয়।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার। উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





