নাটোরের বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের মনিটর চুরি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে জানালার লক ভেঙে ভেতরে থাকা দু’টি কম্পিউটারের মনিটর নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার রাতের কোনো এক সময় এ চুরি সংঘটিত হয়। গতকাল রোববার সকালে অফিস খোলার পর বিষয়টি ধরা পড়ে।
কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। গতকাল রোববার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কক্ষের দরজা খুলে জানালার পর্দা এলোমেলো অবস্থায় দেখতে পান।
আরও পড়ুনপরে খেয়াল করে দেখেন, জানালার লক ভাঙা এবং অফিসের দু’টি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন তিনি। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





