দিনাজপুরের বোচাগঞ্জে চাদাঁবাজির অভিযোগে এনসিপির নেতা আটক মামলা দায়ের
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মো. এমএ তাফসির হাসানসহ ২জনকে চাঁদাবাজির অভিযোগের মামলায় আটক করে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
মামলার অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার ইশানীয়া ইউনিয়নের বাড়েয়া গ্রামের পরিমল চন্দ্র রায়ের বাড়িতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় মৃত শমসের আলীর ছেলে মো. এমএ তাফসির হাসান(৩৩), ও মো. আব্দুল করিমের ছেলে মো. মঞ্জুর আলীসহ(৩৬) অজ্ঞাত ৭/৮ জন মানুষ লোহার পাইপ, ষ্টিলের তৈরি লাঠি নিয়ে প্রবেশ করে পরিমল চন্দ্র রায়কে খুঁজতে থাকে। তাকে না পেয়ে মামলার বাদি সন্তোষকে কিল-ঘুষি মারতে থাকে।
এরপর তারা বাদির কাছে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বাদির ভাই পরিমলকে মিথ্যা মামলায় জেল খাটানো ও প্রাণনাশের ভয়ভীতিসহ হুমকি দিতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী চাঁদাবাজদের ঘিরে ফেললে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ২ নং আসামি মঞ্জুর আলীকে আটক করে এলাকাবাসী।
আরও পড়ুনআটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রধান সমন্বয়কারী মো: এমএ তাফসির হাসান ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও আটক করে বোচাগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। উপরোক্ত ঘটনায় পরিমল চন্দ্রের ভাই সন্তোষ চন্দ্র রায় বাদি হয়ে আজ রোববার (৪ জানুয়ারি) একটি মামলা দায়ের করে।
মন্তব্য করুন

_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





