ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ বিকাল

বগুড়ার শিবগঞ্জে জুট মিলের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

বগুড়ার শিবগঞ্জে জুট মিলের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক নারীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাত ১২টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন।

গত ১৯ ডিসেম্বর রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল(৩০) এবং তার সহকারী অজ্ঞাত দুইজন ওই নারীর ঘরে প্রবেশ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে নারীকে প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে ভয়ে কাউকে কিছু না বলে  নিজ বাড়িতে চলে যান।

আরও পড়ুন

সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে গতকাল শনিবার ১২টার দিকে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ‘এমটিবি টাউন হল ২০২৬’ অনুষ্ঠিত

গার্সিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে রিয়ালের গোলউৎসব

১২৩ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন