ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ বিকাল

শরীয়তপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত

শরীয়তপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ককটেলের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম জাবেদ শেখ (২০)। তিনি বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকার বাসিন্দা। সংঘর্ষের সময় ককটেলের আঘাতে তার বাম হাতের কবজি গুরুতরভাবে আহত হয়। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার রাতে বুধাইরহাট বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন রবিবার সকালে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি

আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত

প্রশাসন বিএনপি’র দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন

বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের জন্য বাস দিচ্ছেন তারেক রহমান