চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসী বড় ছেলে পিতাকে মোটরসাইকেল কিনে দেন। রোববার সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1767602323.jpg)
_medium_1767597641.jpg)





