ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৭ বিকাল

বগুড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নারায়ণগঞ্জে গ্রেফতার

বগুড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নারায়নগঞ্জে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকণ্ঠে বারপুরে দুটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের একটি দল গত বুধবার রাতে নারায়ণগঞ্জ  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলো, নোয়াখালী জেলার ফকিরহাট এলাকার ইউসুফ (৪৮) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার মোদাচ্ছের (২৩)।  

বৃহস্পতিবার বগুড়া সদর থানায় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর এ তথ্য জানান। 
পুলিশ সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর রাত প্রায় ২টার দিকে বগুড়ার বারপুরে মেসার্স এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজ ও বগুড়া সিএনজি ফিলিং স্টেশন কার্যালয়ে প্রবেশ করে ডাকাত দল । এ সময় বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত গার্ড ও কর্মচারীদেরকে হাত, পা, মুখ বেধে মারপিট করে অস্ত্রের মুখে ৪৩ হাজার ৩৮২ টাকা, লাইসেন্স করা একটি বার বোর এর শর্টগান, ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নৈশ্যকালিন টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিলে ডাকাত দল কৌশলে ট্রাকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এরপর পুলিশ সদস্যরা ট্রাকের পিছু নিলে ট্রাকটি বগুড়া শহরতলীর বনানী মোড় হয়ে মহাস্থানগড়ের দিকে পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বগুড়া-রংপুর মহা সড়কের পুন্ড্র বিশ্ববিদ্যালয় পার হয়ে  ডাকাতদল ট্রাক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এক পর্যায়ে ট্রাক থামিয়ে ডাকাতদল মহাসড়কের পাশে জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ সময় পুলিশ ডাকাতদলের ফেলে যাওয়া একটি ট্রাক আটক করে। পরে সেই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩টি মোবাইল ফোন, চার রাউন্ড গুলি, তালা কাটার যন্ত্র, গ্যাস কাটারসহ গ্যাস সিলিন্ডার, চারটি ধারালো হাসুয়া, রড ৩টি, একটি প্লাস উদ্ধার করা হয়। এঘটনায় ওই দিনই মোঃ শাহ আলম (৫২) বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন ডাকাতের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বুধবার নারায়নগঞ্জ জেলা থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর বলেন, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শক্তির সাথে মিটিংয়ের বিষয়ে আমরা নজর রাখছি : আমজনতা পার্টির তারেক

বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরী নিহত

তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির

এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ

বগুড়ার ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

বগুড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নারায়ণগঞ্জে গ্রেফতার