ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ রাত

বগুড়ার ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

বগুড়ার ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং সিপিসি-৩ ফরিদপুর, র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামি মোঃ মামুন শেখ (২২)কে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন পানাইল স্কুলপাড়া হতে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ধৃত মামুন শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মোঃ ইসলাম শেখের ছেলে। 

র‌্যাব সূত্র জানায়, ধৃত মামুন শেখের সাথে ১৯ বছর বয়সী এক যুবতীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এই পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে আসামি মামুন শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৯ মে মেয়েটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। এরপর মামুনের পরিচিত ব্যক্তিকে মৌলভী পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দেনমোহর ও কাবিন নামার কথা বলে মেয়েটির সাক্ষর  নিয়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় ৪ মাস সংসার করে। পরে মামুন শেখের কাছে ওই বিয়ের দেনমোহর ও কাবিননামার বিষয়ে মেয়েটি ও ও তার মা-বাবা জানতে চায়। এসময় আসামি মামুন শেখ (২২) মেয়েটিকে বিয়ে করেনি বলে জানায় এবং গত ২৭ সেপ্টেম্বর মেয়েটির বাবার বাড়ি হতে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়েটি বাদি হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, ওই মামলার ০১নং এজাহার নামীয় পলাতক আসামি মোঃ মামুন শেখ (২২) গ্রেফতার এড়াতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন পানাইল স্কুলপাড়ায় অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং সিপিসি-৩ ফরিদপুর, র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন পানাইল স্কুল পাড়া অভিযান পরিচালনা করে আসামি মোঃ মামুন শেখ (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার 

বগুড়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য নারায়নগঞ্জে গ্রেফতার

খালেদা জিয়ার ৩ আসনে বিকল্পরাই প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

‘বেগম জিয়ার মতো মহান নেত্রী কোনোদিন পাবো না’

খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সাধারণ মানুষদের সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

সোনাতলায় চরাঞ্চলে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায়