নাটোরে ক্যানেলের পানিতে পড়েছিল নিখোঁজ কিশোরের মরদেহ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিখোঁজের ২৩ ঘন্টা পরে ক্যানেলের পানি থেকে নিরোব হোসেন (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার অর্জুনপাড়া মৌজার নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর খামারের ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরোব হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরোব গত বুধবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার বেলা ২টার দিকে অর্জুনপাড়া মৌজার নর্থ বেঙ্গেল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামারের ক্যানেলের পানিতে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার (ওসি) মজিবর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে হত্যা করে তার মরদেহ ক্যানেলের পানিতে ফেলে দেওয়া হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1767268198.jpg)


