গোবিন্দগঞ্জে দুই আ’ লীগ নেতা গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার তালুককানুপুর ও শালমারা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তালুককানুপুর ও শালমারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ও তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতা রেজাউল করিম(৪৫) এবং শালমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন ব্যাপারীকে(৫৫) গ্রেফতার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন

_medium_1767268198.jpg)







