ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫০ বিকাল

ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের নারানখালী ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে খবর পেয়ে ওই এলাকার একটি ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রাম পুলিশের কাছ থেকে সকালে খবর পেয়ে থানা পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে পৌছায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

মরদেহের হাত-পা চোখ মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল ও গলা কাটা অবস্থায় ছিল। প্রথমে স্থানীয়দের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়, স্থানীয়রা শনাক্ত করতে না পারায় পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম কে খবর দেওয়া হয়েছে। বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে এই ব্যক্তির মরদেহ এখানে এনে ফেলা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোবা থেকে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা রবিবার

মেট্রোরেলের পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ছিল ত্রুটিপূর্ণ: তদন্ত কমিটি

বাণিজ্য মেলার শাটল সার্ভিস শুরু ৩ জানুয়ারি থেকে

আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে : শফিকুল আলম