ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০১:১১ রাত

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি

ছবি: সংগৃহীত, দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার পর রশি দিয়ে গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম নিরব ইসলাম অনিক (২০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা মধ্য ভাটিবাড়ি (ডামের মোড়) এলাকার মো. কালিমুল্লাহর ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের গাছের সঙ্গে নিহত দিপুর মরদেহ ঝুলিয়ে রেখে সড়ক অবরোধ করা হয় এবং একপর্যায়ে মরদেহে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন

প্রযুক্তিগত বিশ্লেষণ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় নিরব ইসলাম অনিককে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ডিবির চলতি দায়িত্বে থাকা মো. আবদুল্লাহ আল মামুন জানান, এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিপু হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক আসামি

মালদ্বীপে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শরণার্থী শিবিরের ২৫টি ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ