‘দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি’
বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন বা পেশাগত লক্ষ্য-কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান-সেকথা জানিয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
তিনি বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’ অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে ‘তোমায় পাব কি’ ‘বউয়ের বিয়ে’, ‘হৃদয়ের রঙ’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘দূর থেকে ভালোবাসি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। বছরের শেষ দিকে ‘হৃদয়ের গভীরে’ কাজটিও প্রশংসিত হয়েছে।”

নতুন বছরে কাজের পরিকল্পনার বিষয়ে তটিনী বলেন, ‘নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে। ভালো গল্প আর বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।’
মন্তব্য করুন



_medium_1767194022.jpg)
_medium_1767191474.jpg)
_medium_1767190633.jpg)
_medium_1767189436.jpg)


