ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত

এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি!

এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি!

বিনোদন ডেস্কঃ  ‘দিল্লি ক্রাইম’ সিরিজে বড়ি দিদি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী হুমা কুরেশি এবার নতুন রূপে আসছেন। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন।
 
 
প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়।
 
চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে।
 
মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।
 
 
‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে।
 
 
সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা। ২০২৪ সালের আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি!

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতককে গলাকেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

খালেদা জিয়াকে ভোলেননি জন্মভিটা জলপাইগুড়ির মানুষ

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, সময়সূচি বদল

সিরাজগঞ্জের শাহজাদপুরের রায়বাড়ি জঙ্গল ভয়ঙ্কর অপরাধীদের আস্তানা

নতুন বছরে যেমন ভাবনা কণা’র