নতুন বছরের শুরুতেই ব্যস্ত মিম চৌধুরী
অভি মঈনুদ্দীনঃ ভিন্ন ঘরানার গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন সুঅভিনেত্রী হিসেবে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। একজন অভিনেত্রী হিসেবে যেমন তিনি সমাদৃত, একজন মডেল হিসেবেও তিনি আলোচিত। আবার একজন উপস্থাপিকা হিসেবেও তিনি নন্দিত। গেলো বছরে তার অভিনীত বেশকিছু আলোচিত নাটকও রয়েছে। যেসব নাটকে অভিনয় করে মিম ভীষণ প্রশংসাও কুঁড়িয়েছেন। বিশেষত মোশাররফ করিমের সঙ্গে তার অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
যারমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘শিক্ষিত বউ’,‘ স্বামীর সুখ মনে মনে’, ‘কসাইয়ের সুন্দরী বউ’,‘ প্রবাসীর সুন্দরী বউ’,‘ থাপ্পরবাজ’ সাটকগুলো দর্শকের কাছে সবচেয়ে বেশি গ্রহনযোগ্যতা পেয়েছে। এসব নাটকে অভিনয় করে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন মিম চৌধুরী। মিম অভিনয়ে এখন আগের চেয়ে অনেক অনেক বেশি ম্যাচিউরড। যে কারণে তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও অনেক বেশি নাটক নির্মাণের। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছোট ভাই শামস করিমের নির্দেশনায় এই মুহুর্তে মিম প্রচার চলতি দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। একটি ‘সাত কিলো এক গ্রাম’, চলছে বাংলাভিশনে, অন্যটি ‘রঙ্গিলা পুতুল’, চলছে এনটিভিতে। দুটি ধারাবাহিকেই মিমের বিপরীতে আছেন মোশাররফ করিম। গেলো বছর মিম সর্বশেষ শুটিং করেছেন গত ৩০ ডিসেম্বর বাঁধন রাজের পরিচালনায় ‘প্রবাসীর বউ’ নাটকের। তবে ইংরেজি নতুন বছরের প্রথম দিনটা তিনি তার পরিবারের সঙ্গেই কাটাতে চান।
মিম নতুন বছর শুরু করছেন ২ জানুয়ারি থেকে এ বাবুলের নির্দেশনায় ‘মুর্খ স্বামী’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। নাটকটি রচনা করেছেন পাপ্পু রাজ। এতে তার বিপরীতে অভিনয় করবেন এই সময়ে নাটকের প্রিয় মুখ তন্ময় সোহেল। তন্ময় সোহেলের সঙ্গেও মিম চৌধুরী এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন মিম চৌধুরী। যে কারণে ‘মুর্খ স্বামী’র পর মিম চৌধুরী একই পরিচালকের আরো একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন আগামী ৭ ও ৮ জানুয়ারি।
আরও পড়ুননতুন বছর ও নতুন বছরের প্রথম কাজ’সহ অন্যান্য প্রসঙ্গে মিম চৌধুরী বলেন,‘ দেখতে দেখতে অভিনয় জীবনের অনেক বছর পেরিয়ে এই সময়ে এসে একজন অভিনেত্রী হিসেবে আমি যে অবস্থানে আছি তা নিয়ে আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসায় আমি প্রতিদিনই অনুপ্রাণিত হই। নতুন নতুন চরিত্রে নিজেকে ধারন করে চেষ্টা করি মন দিয়ে অভিনয় করতে। যা দেখে দর্শকেরও যেন ভালোলাগে। এই মুহুর্তে সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ভাই ও তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গেই বেশি কাজ করছি। দুজনের সঙ্গে অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলছে। বছরের শুরুতেই তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গে পরপর দুটি কাজ করছি। আশা করছি এই কাজগুলোও ভালোলাগবে দর্শকের। নতুন বছরে অভিনয়ে নিজেকে আরো অনেকদূর নিয়ে যেতে চাই।’
এদিকে মিম চৌধুরী গ্লোবাল টিভিতে গানের অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন।
মন্তব্য করুন

_medium_1767191474.jpg)
_medium_1767190633.jpg)
_medium_1767189436.jpg)
_medium_1767184581.jpg)




