ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল

বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান

বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান

বিনোদন ডেস্কঃ  বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের আবহ। ফেসবুক যেন পরিণত হয়েছে শোকবার্তার বইয়ে। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও আবেগঘন বার্তায় স্মরণ করছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।
 
 
অভিনেত্রী জয়া আহসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বিদায়কে দেশের জন্য এক কঠিন সময়ের ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। কারামুক্তির পর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। চিকিৎসায় স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি বারবার অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে ভর্তি হতে হতো। ১৯৪৫ সালে জন্ম নেওয়া এই প্রভাবশালী নেত্রীর জীবনাবসানের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।
 
 
দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে জয়া আহসান আরও লেখেন, “সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল।” তিনি যোগ করেন, “তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া: জয়া আহসান

নরসিংদীতে ডেকে নিয়ে ছাত্রদলকর্মীকে ছুরি মেরে হত্যা

ভূমিকম্পে ঢাকা শহরের নিরাপত্তা কোথায়

শিশুদের খেলাধুলা কেনো প্রয়োজন

বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি নেতৃত্বে ইয়েমেনে সামরিক অভিযান