বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ ও মৎসজীবী লীগ নেতা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশ গতকাল শনিবার রাতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম (৫৬) ও উপজেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল (৩৮)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার মাসিন্দা গ্রামের ছহির উদ্দিন প্রামানিক ও মাহমুদুল ইসলাম উজ্জল শিয়ালা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার (২৮ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







