বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ ও মৎসজীবী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় আ’লীগ ও মৎসজীবী লীগ নেতা গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশ গতকাল শনিবার রাতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ কর্মী সাইফুল ইসলাম (৫৬) ও উপজেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম উজ্জল (৩৮)কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার মাসিন্দা গ্রামের ছহির উদ্দিন প্রামানিক ও মাহমুদুল ইসলাম উজ্জল শিয়ালা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার (২৮ ডিসেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151856